রামগঞ্জ প্রতিনিধি: রামগঞ্জ উপজেলা বিএনপির অবরোধ মিছিলে ছাত্রলীগের হামলায় ২ সাংবাদিক সহ ১৬ জন আহত হয়। আহতদেরকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যায় হরতাল
ঘোষনা করে উপজেলা বিএনপি। স্থানীয় সূত্র জানায়, বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাহারের নেতৃত্বে সোনাপুর চৌ-রাস্তার থেকে বিএনপির একটি অবরোধ সমর্থনে মিছিল রামগঞ্জ আসার পথে সোনাপুর কাঠ বাজার নামক স্থানে পৌছলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয় এক পযায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সংর্ঘষের ছবি তুলতে গিয়ে এসএ টিভির জেলা প্রতিনিধি এবং চ্যানেল টুয়েন্টি ফোর জেলা প্রতিনিধি মো: আনিস কবির ক্যামরা নিয়ে যায় এবং তাদেরকে আহত করে।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাহার সাংবাদিকদেরকে জানায়, বিএনপির শান্তিপূর্ন মিছিলে ছাত্রলীগ আমার উপর হামলা করে। এ সময় দলের নেতাকর্মীরা বাধা দিলে পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড.তোফাজ্জল হোসেন বাচ্চু, মিজানুর রহমান,সোহাগ, সবুজ,আলমকে আহত করে।
অন্যদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছু জানায়, বিএনপি অস্ত্র-শস্ত্র হাতে নিয়ে নাশকতার উদ্দেশ্য মিছিল করে। মিছিলটি মূলত পুলিশ বাধা দিলে ছাত্রলীগ পুলিশকে সহায়তা করে। থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানায়, বিএনপি মিছিলের কোন অনুমতি নেয়নি। এতে বিএনপির মিছিল ছত্র-ভঙ্গ করে দেওয়া হয়। সাংবাদিকের ক্যামরা উদ্ধার করে দেওয়া হয়েছে।
0Share