সংবাদদাতা: রামগঞ্জ উপজেলার পশ্চিম দরবেশপুর গ্রামের বেপারী বাড়ি খলিল মিয়া ইরি জমিতে পানি দেওয়ার জন্য বসানো ডিপ টিউবওয়েল মুখ দিয়ে পানি পরিবর্তে গত শুক্রবার থেকে ব্যাপকভাবে গ্যাস বের হলে জমির মালিক জমিটি হারানোর ভয়ে বিষয়টি গোপন রেখে পাইপের মুখে বালি ও মাটি দিয়ে মুখ বন্ধ করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিষয়টি এলাকা ব্যাপী জানাজানি হলে প্রতিদিন শতশত উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের পশ্চিম দরবেশপুর গ্রামের বেপারী বাড়ীর খলিল মিয়া ২০১৩ ইং সালে বাড়ীর পাশে ফসলী জমিতে পানি দেওয়ার জন্য একটি ডিপ টিউবয়েল বসাতে গেলে পাইপ ৩০/৪০ ফুট গভীরে গেলে হটাৎ পানির পরিবর্তে গ্যাস উঠতে থাকে। তখন খলিল মিয়া পাইপের মুখে বালি, মাটি ও পাথর দিয়ে বন্ধ করে দিলে তা এতদিন বন্ধ থাকে। কিন্তু গত ৬ মার্চ শুক্রবার থেকে পাইপের মুখ থেকে বালি ও মাটি সরে গিয়ে আবারও গ্যাস উঠতে থাকে।
পরে স্থানীয় সিরাজ মিয়াসহ এলাকার অনেকেই দেখতে পায়। গ্যাস বের হওয়ার খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিদিন শতশত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাচ্ছে কিন্তু জমির মালিক খলিল মিয়া তার জমি সরকারীভাবে একোয়ার করে নিয়ে যাওয়ার ভয়ে লোকজনকে আসা যাওয়ায় বাধা দেয়ার পাশাপাশি আবারও পাইপের মুখে বালি ও মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে।
স্থানীয় সিরাজ মিয়াসহ অনেকে বলেন, আমাদের রামগঞ্জে গ্যাস নেই কলের পাইপ দিয়ে যেভাবে গ্যাস উঠছে তা সরকারীভাবে পরীক্ষা করে গ্যাসের সন্ধান পেলে রামগঞ্জবাসী উপকৃত হবে। আমাদের ধারণা এখানে গ্যাসের খনি রয়েছে।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর হোসেন পাটাওয়ারী বলেন, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি সত্যতা দেখে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তারা কেউ এখন পর্যন্ত আসেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবল আলম জানান, আমি ঘটনা শুনে গ্যাসের লোকজনদের সাথে আলাপ করছি তারা আসলে ঘটনাস্থলে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।
0Share