নিজস্ব প্রতিনিধি: রামগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর তোফাজ্জল হোসেন (৫০) নামে এক দিনমজুরের অর্ধগলিত লাশ মিলল বাড়ির পাশের পানিভর্তি খালের কচুরীপানার মধ্যে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ
পৌরসভার কলচমা এলাকার মন্দার বাড়ি সামনের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে। লাশের দুপুরে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তোফাজ্জল ওই এলাকার খলিফা বাড়ির আবদুর রশিদের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,তুচ্ছ ঘটনা নিয়ে দিনমজুর তোফাজ্জল হোসেনের সাথে পার্শ্ববর্তী ফকির বাড়ির নবী উল্যাহ ও মফিজ উল্যাহ পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ১৯ মার্চ রাতে তাদের বাড়িতে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে চত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে তোফাজ্জল হোসেন নিখোঁজ ছিল।
নিহতের ছেলে সাদ্দাম হোসেন জানান, ১৯ মার্চ রাত থেকে তাঁর বাবা নিখোজ রয়েছে। আশপাশ এলাকা ও আতœীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ২২ মার্চ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তোফাজ্জল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর ছেলে সাদ্দাম হোসেন । তিনি হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।
রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর লিয়াকত হোসেন বলেন, দূর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন কচুরীপানার নীচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশের সন্ধান পাওয়ার পর মফিজ উল্যাহ, নবী উল্যাহ ও তাঁদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
রামগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, নিখোঁজের পর পরিবার থানায় জিডি করেছেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
0Share