সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সমাবেশে যোগ দিলেই মিলবে সুদমুক্ত বড় ঋণ; লক্ষ্মীপুরে ১০ বাস-মাইক্রোবাসসহ আটক ১১

সমাবেশে যোগ দিলেই মিলবে সুদমুক্ত বড় ঋণ; লক্ষ্মীপুরে ১০ বাস-মাইক্রোবাসসহ আটক ১১

সমাবেশে যোগ দিলেই মিলবে সুদমুক্ত বড় ঋণ; লক্ষ্মীপুরে ১০ বাস-মাইক্রোবাসসহ আটক ১১

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ  থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের শতশত নিরীহ নারী পুরুষ কিশোর কিশোরীকে। 


রোববার ( ২৪ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারে কথিত সে সমাবেশে যোগ দেয়ার জন্য ঢাকায় যাত্রাকালে ৩টি যাত্রীবাহী বড় বাস এবং ৭ মাইক্রোবাসসহ প্রায় দুই শতাধিক নারী পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় জনতা। 
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। ঘটনার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়।
তবে স্থানীয়রা জানিয়েছে, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে আরো বিপুল সংখ্যক গ্রামের নারী পুরুষ ঢাকার অভিমুখে ছুটে গেছে।  

ভাড়া করা যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেসের চালক মোঃ সোহেল জানায়, আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি  ঢাকায় যেতে তাদের বাস ভাড়া করেছিলেন। কিন্ত তারা গাড়ি থেকে সটকে পড়েন। 

ছোট শিশু কোলে নিয়ে আলেয়া নামের একনারী জানায়, ২৫ নভেম্বর ঢাকার  সোহরাওয়ার্দী উদ্যান কিংবা শাহাবাগের একটি সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি। 

সেখানে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ড মোঃ ইউনুসের নিকট তারা প্রস্তাব দিবেন। উক্ত টাকা থেকে তাদের মতো গ্রামের নারী পুরুষদের ১ লাখ থেকে বড় অংকের টাকা সুদমুক্ত ঋণ দেয়া হবে বলে জানান ওই নারী। 

স্থানীয় মোরশেদ আলম নামের এক যুবক জানিয়েছে, ৫ই আগষ্টের কয়েক দিন পর থেকে একটি চক্র গ্রামের মানুষদেরকে সুদমুক্ত ঋণ দেয়ার নাম করে সংগঠিত করছিল। রোববার রাতে সেই চক্রের আহবানে শতশত নারী পুরুষ ঢাকায় ছুটে যাচ্ছিলেন।উত্তর চর লরেঞ্চ গ্রামের গৃহবধূ ফারহানা আক্তার জানান, তিনি ১০ টাকার বিনিময়ে  ১ লাখ টাকা ঋণ পাবেন। তবে এ জন্য তাকে ঢাকার সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল। সমাবেশে যোগ দেয়ার পরের দিন থেকে তাদের কে ঋণ দেয়ার কথা ছিল।  তোরাবগঞ্জ গ্রামের গৃহবধূ জেসমিন আক্তার জানান, গাড়ি ভাড়া হিসেবে তিনি ১ হাজার টাকা দিয়েছেন। তার মতো এরকম প্রায় এক হাজার লোক থেকে টাকা নিয়েছে স্থানীয় সংগঠকরা। 

বাসযাত্রী নারী পুরুষদের সাথে কথা বলে জানা গেছে, একটি চক্র ২৫ নভেম্বর ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে এক হাজার টাকা। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ।

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। ৩ টি বাস ও ৪ টি মাইক্রোবাস জব্দ আছে। তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি। তারা ঢাকায়। মাঝে মাঝে এসে ফরম পূরণ করে চলে যায়। তারা এখানকার হতদরিদ্র মানুষদেরকে ১ হাজার টাকায় ফরম পূরণ করলে ১ লাখ টাকার চেয়ে বেশি সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়েছে। এতে তাদেরকে ঢাকায় নিয়ে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন সমাবেশ করতে চেয়েছিল। ডিএমপি’র সঙ্গে কথা হয়েছে। কোন সমাবেশ হয়নি, হবে না। কোন অনুমতি দেওয়া হয়নি৷ তাদের সভা পন্ড হয়ে গেছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আ.লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ

শ্রমিক দিবসের আলোছায়া লক্ষ্মীপুরের শ্রমিকরা জানে না তাদের অধিকার

ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com