সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সিআইপি সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের প্রবাসী ব্যবসায়ী আবদুল করিম

সিআইপি সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের প্রবাসী ব্যবসায়ী আবদুল করিম

সিআইপি সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের প্রবাসী ব্যবসায়ী আবদুল করিম

সানা উল্লাহ সানু | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর 

বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের প্রবাসী আবদুল করিম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি (এনআরবি) ২০২৪-পুরস্কারে ভূষিত হন তিনি। এ নিয়ে ৮ বার তিনি এ সম্মাননা পেলেন। 

পুরস্কারটি বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অধিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আশিফ নজরুল ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

আবদুল করিম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ (করইতোলা বাজার সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি মধ্য প্রাচ্যের দেশ ওমানে গড়ে তুলেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেখানে কাজ করছে সহস্রাধিক মানুষ। ২০১৭ সালে তিনি প্রথমবারের মতো সিআইপি সম্মাননা পান। এরই ধারাবাহিকতায় এবার ৮ম বার তিনি এ সম্মাননা পেলেন।  

লক্ষ্মীপুর জেলা শহরে রয়েছে তার মালিকাধীন মেডিক্যাল সার্ভিস প্রতিষ্ঠান “স্টার কেএস” হাসপাতাল। 

সিআইপিরা যে সকল সুবিধা পাবেন: 

সিআইপি স্বীকৃতি পাওয়ার পরে এক বছরের জন্য অনেকগুলি সুবিধা প্রাপ্ত হন এসব ব্যক্তিরা। সিআইপিরা বাণিজ্য মন্ত্রক এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে একটি বিশেষ আইডি কার্ড গ্রহণ করে। সিআইপিদের বাংলাদেশ সচিবালয় এবং সিটি কর্পোরেশনে প্রবেশ সহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানের জন্য নাগরিকের সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়। সিআইপির ব্যবসায়িক ভ্রমণের সময় বেশিরভাগ গার্হস্থ্য পাবলিক ট্রান্সপোর্টে আঞ্চলিক আসনের সুযোগ রয়েছে।

ভিসার সুবিধার্থে, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে একটি ‘চিঠিপত্রের পরিচিতি’ সরবরাহ করে। সিআইপি’র বিমানবন্দরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) লাউঞ্জগুলিতে অগ্রাধিকার পাওয়া যায় এবং সরকারী হাসপাতালে কেবিন বুক করার সময় তাদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পান।

সাধারণত, সিআইপি হ’ল হয় পণ্য রফতানি বা ব্যবসায় করে থাকেন। সিআইপির প্রাথমিক তালিকাটি রফতানির পরিমাণ, আয়কর এবং মূল্য সংযোজন কর (ভ্যাট), ব্যবসায়, কর্মসংস্থান ইত্যাদি ধরনের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়, পরে যোগ্য ব্যক্তিরা সম্মানের জন্য নির্বাচিত হন।

জানা গেছে, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে, প্রবাসী ও অনাবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অর্থনীতিতে সেই অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (এনআরবি)’ নীতিমালা, ২০১৮ অনুযায়ী সিআইপি (এনআরবি) নির্বাচন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আ.লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ

শ্রমিক দিবসের আলোছায়া লক্ষ্মীপুরের শ্রমিকরা জানে না তাদের অধিকার

ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com