সানা উল্লাহ সানু | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপুল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। সংস্থাটি পৃথিবীর বিভিন্ন দেশের মোস্ট ওয়ান্টেড আসামিদের ধরতে বিশ্বব্যাপি নোটিশ জারি ও সহায়তা করে থাকে। পৃথিবীর ১৯৬টি দেশ ইন্টারপুলের সদস্য এবং এর সদর দপ্তর ইরোপের দেশ ফ্রান্সে।
বর্তমানে ইন্টারপোলের ওয়েবসাইটে সারা বিশ্বের ৬ হাজার ৬৫৮ জন ব্যক্তির বিরুদ্ধে রেড এলার্ট জারি রয়েছে। সে তালিকায় রয়েছে ৬৩ জন বাংলাদেশি। যাদেরকে মোস্ট ওয়ানটেড আসামি হিসেবে বাংলাদেশ সরকার ও পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ইন্টারপুলের মাধ্যমে গ্রেফতার করতে নোটিশ জারি করে রেখেছে।
এ তালিকায় লক্ষ্মীপুরের একজন বাসিন্দা রয়েছে। যার নাম খোরশেদ আলম। খোরশেদ আলমকে ধরতে রেড নোটিশ জারি করেছে রেখেছে ইউরোপের দেশ বেলজিয়াম। ৪জনকে হত্যার দায়ে খোরশেদকে আসামি হিসেবে চাচ্ছে বেলজিয়াম।
ইন্টারপুল ছাড়াও খোরশেদের নামে রেড নোটিশ জারি করে রেছে বেলজিয়াম পুলিশও । বেলজিয়াম পুলিশের ওয়েব সাইটে খোরশেদের নাম ও বিস্তারিত রয়েছে।
বেলজিয়াম থেকে প্রকাশিত ব্রাসেলস টাইমস সংবাদপত্রের সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে খোরশেদ আলম বেলজিয়ামের নাগরিক রাজভীর কৌর এবং তার তিন শিশুপুত্র ৬ বছর বয়সি মানরাজ, ৫ বছর বয়সি কারমান ভীর জাসবির এবং আড়াই বছর বয়সি নাভজোট জাসবিরকে গলাকেটে হত্যা করে।
পরে পুলিশের তদন্তে খোরশেদ দোষী সাব্যস্ত হয়। ২০১৮ সালের ২৭ এপ্রিল তারিখে ব্রাসেলসের অ্যাসাইজ কোর্ট খোরশেদকে ৪জনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্ত খোরশেদ বেলজিয়াম থেকে পালিয়ে যায়। সে থেকে ইন্টারপোলে ওয়েবসাইটে খোরশেদের নামে রেডএলার্ট জারি রয়েছে।
0Share