সানা উল্লাহ সানু | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
নদী, নগর উন্নয়ন এবং পরিবেশ গবেষক ও শিক্ষক মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা জানানো হয়েছে। আগামী এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্বে থাকবেন তিনি।
মোহাম্মদ এজাজ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান ।
এজাজ গণমাধ্যমকে বলেন,
শুরুতেই আমি মোহাম্মদপুরের চব্বিশের গণ-আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত করে কার্যক্রম শুরু করবো। আমি সবার সহযোগিতায় কাজ করতে চাই।”
“আমার মূল লক্ষ্যই হচ্ছে— এই শহরের মধ্যে বৈষম্য কমানো। সবাই যেভাবে ঢাকাকে দেখে, আমি সেভাবে দেখি না। আমি পুরো কার্যক্রম গণতান্ত্রিক উপায়ে করতে চাই।
ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এ সময়ের পর থেকে আওয়ামী লীগের অন্য নেতাদের মত প্রকাশ্যে দেখা যায়নি সিটি করপোরেশনের নির্বারিত মেয়র আতিকুল ইসলামকে। পরে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেয় মোহাম্মদপুর থানা পুলিশ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাপক রদবদলের মধ্যে ২০২৪ সালের ১৯ অগাস্ট ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে সরিয়ে প্রশাসক নিয়োগ দেয়। সেসময় থেকে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান ঢাকা উত্তর সিটির প্রশাসকের দায়িত্বে ছিলেন।
বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বিশ্বদ্যিালয়ের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ এজাজ। শিক্ষকতার পাশপাশি বর্তমানে তিনি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান। ঢাকার নদী ও জলাশয়, বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ, নদীজীবী সম্প্রদায় ইত্যাদি বিষয়ে বেশ কিছু উল্লেখযোগ্য গবেষণা কাজ পরিচালনা করেছেন তিনি। তার প্রকাশিত কয়েকটি গ্রন্থ গবেষক মহলে সাড়া ফেলেছে। তার ন্যায্যনগরের ধারণা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত। নগর কৃষি নিয়েও তার উল্লেখযোগ্য গবেষণা কাজ রয়েছে।
8Share