বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি আবুল কাশেম মিলন। বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুরের রায়পুর শহরের একটি রেষ্টরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তিনি। আবুল কাশেম মিলন দক্ষিণ কেরোয়ার বাসিন্দা। পেশায় তিনি ভূমি জরিপ কারক।
তিনি সাংবাদিকদের বলেন, আমার মামা বৃটিশ নাগরিক আব্দুর রউফ প্রায় ৭-৮ বছর পূর্বে তার সকল সম্পত্তি দেখবাল করার দায়িত্ব দেন এবং চুক্তিনামাও করে দিয়েছেন। কিন্তু এরই মধ্যে মামা হটাৎ অসুস্থ হয়ে এলাকায় আসলে কুচক্রি মহল মামাকে বন্দী করে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ফেসবুকে ও অনলাইন পত্রিকায় ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে। প্রভাবশালী কুচক্রি মহল বর্তমানে আমার মামা রউফকে আত্মগোপনে রেখে আমাকে এবং আমার পরিবারের লোকদের মেরে ফেলার হুমকি দেয়। আমি এসব কুতক্রি মহলের বিচার দাবি করছি।
0Share